নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ১২ জানুয়ারি রোববার ভোর ৫টার দিকে উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার মাঠ থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে , পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারী চোরাই পধে অবৈধভাবে ভারতীয় গরু আনছে, এমন সংবাদে রোববার ভোরে পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চায়না মোড় থেকে পূর্ব দিকের মাঠে গরু রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করে। যার বাজার মূল্য প্রায় সাড়ে লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে পানিহাতা চায়না মোড় এলাকার আব্দুল ওয়াহাব এর ঘর থেকে চোরাই পথে আনা ভারতীয় ২টি গরু জব্দ করে বিজিবি। গরু দুটি পাচারকারী সিন্ডিকেটের সদস্য আমিনুল ইসলামের ছিল বলে জানিয়েছে বিজিবি। বিজিবি’র রামচন্দ্রকুড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:নালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ এর ৮ দল কোয়ার্টার ফাইনালেশেরপুরে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন Post Views: ৭৬ SHARES শেরপুর বিষয়: