নকলায় নারীর আত্মহত্যা

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

শেরপুরের নকলায় পারভীন বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রুহুল আমিনের স্ত্রী এবং ৫ সন্তানের জননী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারভীন বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে না থাকায় টিনসেসেড বাড়ির খুটির সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পারভীন বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার পরবর্তী সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।