নকলায় বৈদ্যুতিক সেচপাম্পের ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

শেরপুরের নকলায় বৈদ্যুতিক সেচপাম্পের ঘর থেকে মন্তাজ আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। ৩ মার্চ সোমবার দুপুরে পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মন্তাজ আলী স্থানীয় কছিমদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে বসতবাড়ির কাছে বৈদ্যুতিক সেচপাম্পে বোরোধানখেতে পানি দিতে যায় মন্তাজ। অনেক সময় পেরিয়ে গেলেও মন্তাজ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে বের হন।
পরে মন্তাজের শ্যালক জয়নাল আবেদীন (৪০) বৈদ্যুতিক সেচপাম্পের ঘরে মন্তাজকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মন্তাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।