শেরপুরে সিঙ্গারের নতুন শো-রুম উদ্বোধন

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

শেরপুরে ইলেকট্রনিক পণ্যের কোম্পানি সিঙ্গারের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। ৬ মে মঙ্গলবার দুপুরে শহরের তিনানীবাজার কলেজমোড় রোডে ফিতা কেটে ওই শো-রুম উদ্বোধন করেন সিঙ্গার কোম্পানির হেড অব ক্রেডিট মো. কিবরিয়া।

ওইসময় তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইলেকট্রনিক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আর সেই সুযোগই আমরা নিতে চাই। এ কারণে এ দেশেই পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কারখানা করার ফলে একদিকে ভোক্তাদের ভালো মানের পণ্য সুলভে দিতে পারব, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।
তিনি আরও বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানবিক কর্মসুচীর পরিধি আরো বাড়াবো।উদ্বোধনকালে সিঙ্গারের এরিয়া ম্যানেজার আতিকুর রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাসিম, আরিয়ান ইন্সপেক্টর আল মামুন, কম্পিউটার ডিরেক্টর মো. আরিফ, ডিস্টিক্ট ইন্সপেক্টর মো. মোস্তফাসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার আজাহার আলী। শোরুম উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।