নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা বকুল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী, দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনূর রশীদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শফিউজ্জামান রানা, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক অপরাধ তথ্য চিত্র প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।
বদলীজনিত কারণে সাবেক ইউএনও দীপ জন মিত্রের স্থলাভিষিক্ত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি গত ৭ জুলাই অপরাহ্নে নতুন কর্মস্থল হিসেবে নকলায় যোগদান করেন। অপরদিকে সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলমের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তার পিতার নাম মোসলেম উদ্দিন ঢালি। তথ্য মতে, মো. জাহাঙ্গীর আলম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম কর্মজীবন শুরু করেন। সর্বশেষ গত ২ জুলাই তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলমকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) হিসেবে পদায়ন করা হয়। ব্যক্তিগত জীবনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিবাহিত এবং ২ ছেলে সন্তানের জনক।