নালিতাবাড়ীর ৯ শিক্ষকের বিদ্যালয়ে ২০ জন পরীক্ষার্থী, পাস করেছে ৩ জন

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। ২০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৩ জন, অকৃতকার্য ১৭ জন। ওই বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৯ জন। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সর্বনিন্ম পাশের হার এই বিদ্যালয়ে।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়টির পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত পাঠদান করেন না। এজন্য বিদ্যালয়ে কাম্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় না। রেজাল্টেও বিপর্যয় ঘটে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শাখায় মোট ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩ জন সব বিষয়ে পাস করেছে। ফেইল করেছে ১৭ জন শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে ৯ জন শিক্ষক বিভিন্ন বিষয়ে কর্মরত থেকে পাঠদান করছেন।
ফল বিপর্যয়ের কারণ জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির বলেন, শিক্ষকরা হয়তো নিয়মিত পাঠদান করায় নি এজন্য ফলাফলের এমন বিপর্যয় হয়েছে।