নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৫ নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম রেজভী (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোল্লারপাড় এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম রেজভী উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের সুলতান আহম্মেদ এর পুত্র। থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোল্লারপাড় এলাকায় নালিতাবাড়ী টু শেরপুর সড়কে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে রিয়াজুল ইসলাম রেজভীর পকেট হতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। Related posts:শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুশেরপুরে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতনকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন Post Views: ৪৬ SHARES শেরপুর বিষয়: