শেরপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫ ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মে শনিবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে নানা কর্মযজ্ঞ ও প্রতিকূলতা তুলে ধরে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল। শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ জুবায়ের রহমান, শহিদুল ইসলাম হিরা, হোসাইন আহমেদ মোল্লা, সাংবাদিক সুলতান আহমেদ ময়না, শাকিল মুরাদ, তারিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী দিনে প্রেসক্লাবকে আরো শক্তিশালী এবং ইতোপূর্বের কয়েকটি কমিটির মতো কোন রাজনৈতিক দলীয় লেজুড়বৃত্তি না করে কেবলমাত্র সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করা হয়। সেইসাথে পিছিয়ে থাকা শেরপুর জেলাকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমের পাশাপাশি গঠনমূলক দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে শেরপুরবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে ৪৫ বছর পূর্তি ও ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও উপস্থিত সকল সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ওইসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার আমিনুল ইসলামশেরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতঝিনাইগাতীতে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন Post Views: ৫১ SHARES শেরপুর বিষয়: