সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর সরকারি নাজমুল স্মৃতি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওমর ফাহিম রিয়ালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সন্ধ্যায় নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফাহিম রিয়াল বলেন, সে নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী শাসনামলে সে ও তার পরিবার জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। তার বাবা মো. মানিক মিয়া নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী সরকারি নাজমুল স্মৃতি কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে প্রার্থী হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মহলটি ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি জানান, আমাকে পদ বঞ্চিত করার জন্য বিগত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এমনকি কলেজের বিদায় অনুষ্ঠানের ছবি বিক্রিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারকারীরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উপস্থিত কলেজ ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, রিয়ালের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের প্রতি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধও জানানো হয়। Related posts:বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা হলেন শেরপুরের প্রভাষক মহিউদ্দিন সোহেলময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ ॥ পাসের হারে এগিয়ে শেরপুরশেরপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে অভিভাবকগণের সাথে মতবিনিময় Post Views: ৫৫ SHARES শেরপুর বিষয়: