নালিতাবাড়ীতে ২৫১ ভারতীয় মদসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদ সহ সুজন মিয়া (২৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ জুন) দুপুরে আটককৃত সুজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল ভারতীয় মদ সহ সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।
ডিবি’র (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত সুজন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।