নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণের শিকার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়িতে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি অভিযুক্ত জালাল মিয়া (৩৫)। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে ধর্ষণের এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে নাম-পরিচয়হীন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী বারমারী বাজারে আসে। বাজারের বাসিন্দারা তাকে খাবার দেয় এবং বিভিন্ন দোকানের বারান্দায় সে রাত যাপন করে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে জালাল মিয়া ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদারা জালাল মিয়া তাকে হাতেনাতে আটক করলে স্থানীয় এক প্রভাবশালী চড়থাপ্পড় দিয়ে ছাড়িয়ে দেয়।
এদিকে এ ঘটনা শুক্রবার প্রকাশ হয়ে পড়লে খবর পেয়ে শনিবার পুলিশ ওই তরুণীকে থানায় নিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী বাজার পাহারাদার রেজাউল বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত জালাল মিয়া এলাকায় একাধিকবার বিভিন্ন নারীকে ধর্ষণ করেছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।