নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের ৩০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দুপুরে গ্রেফতাকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌরশহরের মধ্য কালিনগর এলাকা তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের মধ্য কালিনগর মহল্লার আজিজুল হকের পুত্র মনজুরুল ইসলাম (৩২) ও মৃত আলী হোসেনের পুত্র আঃ হান্নান (৩৫)। পুলিশ জানায়, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্য ভারতীয় মদ মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের মধ্য কালিনগর এলাকায় অভিযান চালিয়ে ঘর থেকে ৩০ বোতল ভারতীয় মদসহ মনজুরুল ইসলাম ও আঃ হান্নানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। Related posts:ঝিনাইগাতীতে ম্যালেরিয়া প্রতিরোধ ও নির্মূলে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে গরু বোঝাই ভটভটি উল্টে নিহত-১, আহত-১শেরপুরে করোনায় ২ নারীর মৃত্যু, মোট মৃত্যু ৪০ Post Views: ৭০ SHARES শেরপুর বিষয়: