শ্রীবরদীর ঝগড়ারচরে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভুস্মিভূত, ৩ কোটি টাকার ক্ষতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫ রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভুস্মিভুত হয়েছে। সোমবার (৩০ জুন) ভোর ৫ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভূষি, খাদ্য পণ্য, কসমেটিক, তেল সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান বলেন, আমার একটি মুদি দোকান ও দুইটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নি:স্ব হয়ে গেলাম। মেসার্স অনু এন্টারপ্রাইজের স্বতাধিকার শ্রী চৈতন্য মোদক বলেন, ভোরে খবর পাই দোকানে আগুন লেগেছে। অগ্নিকান্ডে আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮০-৯০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসা ছাড়া আমার জীবনযাপনের আর কিছু যাই। আমি পথে বসে গেলাম। মেসার্স শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, অগ্নিকান্ডে আমার দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এসময় ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কমনা করেন। শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। Related posts:শেরপুরের প্রবীণ আইনজীবী নজরুল ইসলাম আর নেইশেরপুরে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক ১বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: শেরপুরে টুকু Post Views: ৭৯ SHARES শেরপুর বিষয়: