শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে এবার পরিচ্ছন্ন হলো ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গজনী অবকাশ

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর টিমের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র শেরপুরের গজনী অবকাশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ব্লাড ক্যাম্পেইন ও বিডি ক্লিনারদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ওই পরিচ্ছন্নতা, ব্লাড ক্যাম্পেইন ও বনভোজন অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মক্রম উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল মাহমুদ। ওইসময় তিনি দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ডাস্টবিন ব্যবহারের পরামর্শ দেন। এসময় তিনি ঝিনাইগাতী উপজেলাকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানান এবং বিডি ক্লিন শেরপুর টিমকে সার্বিক সহযোগিতা করার ঘোষণা দেন। পাশাপাশি স্থানীয় দোকানদের দোকানের পাশে ময়লার ঝুড়ি রাখার পরামর্শ দেন।


ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, বিডিক্লিন শেরপুরের উপদেষ্টা মন্ডলী সদস্য ও ইতালির নেপলিস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা সমন্বয়ক আল আমিন রাজু, মানবাধীকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নূর-ই আলম চঞ্চল, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, শেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। ওইসময় বিডি ক্লিন শেরপুরের বিভিন্ন ইউনিটের মনিটর ও সহকারি মনিটরগণ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওইসময় অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে গজনী অবকাশের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।


বনভোজনে বিডি ক্লিনারদের মাঝে লটারী ড্র অনুষ্ঠিত হয়।