এবার অসহায়দের মাঝে ঈদ উপহার দিলো রক্ত সৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্রেজুয়েট ক্লাব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ রাজাদুল ইসলাম বাবু ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে এবার শতাধিক অসহায় রিক্সা চালককের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছে রক্তসৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্রেজুয়েট ক্লাব। ২২ মে শুক্রবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে ওই রিক্সা চালকদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার বিতরণরকালে রক্তসৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্রেজুয়েট ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর গ্রেজুয়েট ক্লাবের সভাপতি, রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন রাজু, সহ রক্ত সৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্রেজুয়েট ক্লাব ও বিডিক্লিন শেরপুর এর বিভিন্ন সদস্যবৃন্দ। ওইসময় অন্যান্যের মধ্যে বিডি ক্লিন শেরপুরের অতিরিক্ত সমন্বয়ক লজিস্টিক রইচ উদ্দীন হৃদয়, ত্রাণবাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আল আমিন, যুগ্ম আহবায়ক কাকন সরকার, সদস্য তানভীর মাহতাব, তাপশী জহুরা, আশরাফুল আলম, নূর মোহাম্মদ আকাশ, মাহির আসিফ, জুয়েল রানা, হাসানুল ইসলাম শাওন, সাব্বির আহমেদ তুষার, সানজিদা আফরিন দোলা, রক্তসৈনিক আল আমিন, শিহাব, খায়রুল, আশা মনি, রাহাত, শোয়াইব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের সভাপতি আল আমিন রাজু শ্যামলী নিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ঈদ উপহার বিতরণ সফল হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। প্রতিটি উৎবের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে উপভোগ করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষের প্রতি আমাদের দায়বত্বতা আরও বেশি এমতাবস্তায় তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন। আসুন সকলেই যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করি আমরা বিশ্বাস করি সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সেবা করা সম্ভব। Related posts:শেরপুরে জেলা প্রশাসনের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিতনকলায় শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণশেরপুরে র্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১ Post Views: ৭৩৪ SHARES বিচিত্র-সংবাদ বিষয়: