বিডি ক্লিন শেরপুর টিমের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

শ্যামলী নিউজ ডেস্ক : স্টাফ রিপোর্টার : ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পর্যন্ত ওই অভিযান অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে থানার সামনে থেকে নকলা সিএনজি স্টেশনের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
বিডিক্লিন শেরপুরের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীমের নেতৃত্বে ওইসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারন করে বিডি ক্লিন বাংলাদেশ এগিয়ে চলছে। সামনের দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যহেত থাকবে। ব্যাক্তির স্বদিচ্ছা ও সামাজিক সহযোগতিাই পারে বাংলাদেশকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে।