ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত বাছাই

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাছাই কার্যক্রমে উপিস্থত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টুসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীরা। উল্লেখ্য, ওই ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই করে ১৫০ জনকে তালিকাভুক্ত করা হয়।