নকলায় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ শেরপুরের নকলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সৈয়দা তামান্না হোরায়রা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসি রানী, পূজা উদযাপন পরিষদ উপজেলার আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য সচিব অশীষ কুমার সাহা, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট ১৭ টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব এবার অনুষ্ঠিত হবে। Related posts:শেরপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরাঝিনাইগাতীতে নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধারনালিতাবাড়ীতে বাল্য বিবাহ বন্ধ করলো পুলিশ Post Views: ৯৩ SHARES শেরপুর বিষয়: