নালিতাবাড়ীতে ঠিকাদার শহিদুল কর্তৃক কর্মহীনদের মাঝে সাবান মাস্ক ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

নালিতাবাড়ী থেকে মাহফুজুর রহমান সোহাগ ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সারা দেশের ৬৪টি জেলায় খাল খনন কর্মসূচীর অংশ হিসাবে শেরপুরের নালিতাবাড়ীতে পানি উন্নয়ন র্বোড কর্তৃক মালিঝি নদীর খনন কাজে স্থানীয় ঠিকাদার শহিদুল ইসলাম শনিবার ( ৪ এপ্রিল) সকালে কর্মহীনদের মাঝে সাবান, মাস্ক ও নগদ অর্থ বিতরণ করেছেন।
নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও যোগানিয়ার ইউনিয়নের দক্ষিন কুন্নগর গ্রামের মালিঝি নদীর খনন কাজের ৮৫০ মিটার খনন কাজে, এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ও তাদের সচেতন করতে সাবান, মাস্ক, নগদ অর্থ, টিস্যু পেপার বিতরণ করেন ঠিকাদার শহিদুল ইসলাম।
সাবেক উপজেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক ও আল আমিন ট্রের্ডাসের এর স্বতাধিকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর এতিম কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশের ৬৪টি জেলায় খাল খনন কর্মসূচী হাতে নিয়েছেন এর মধ্যে নকলা নালিতাবাড়ীর সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর নিজ এলাকা নালিতাবাড়ীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মালিঝি নদীর দক্ষিন কুন্ননগর এলাকায় ৮৫০ মিটার খনন কাজ চলমান রয়েছে। বিশেষ করে চলমানের আওতাধীন ফুলবাড়িয়া জামালপুরের অধীনে এ খনন কাজে তাদের অংশ গ্রহনে স্থানীয় জনসাধারনের মাঝে সাবান, মাস্ক ও নগদ অর্থ, টিস্যু পেপার বিতরন করা হয়েছে।