করোনা ভাইরাস ॥ ঝিনাইগাতীতে চলছে লকডাউন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ সেনাবাহিনী ও পুলিশের টহল রয়েছে জোরদার হারুন অর রশিদ দুদু ॥ করোনা ভাইরাসে ৫ এপ্রিল রবিবার শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় ২ নারী সনাক্ত হওয়ার পর শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে আজকের লকডাউন চিত্রে সুনসান নীরবতা লক্ষ্য করা গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া এই উপজেলার লোকজন এখন ঘরের বাইরে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে (ঔষধ ও কাঁচামালের দোকান ব্যতীত) সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ৬ এপ্রিল সোমবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। আগে থেকেই উপজেলা প্রশাসন (ঔষধ ও কাঁচামালের দোকান ব্যতীত) সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন সূত্র জানায়, ঝিনাইগাতীর পাশ্ববর্তী উপজেলা শ্রীবরদী ও শেরপুর সদরে ২ নারী করোনা ভাইরাসে সনাক্ত হওয়ায় করোনার সংক্রমণে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে ঝিনাইগাতী। এ কারণে এই উপজেলার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। প্রবাসী ও বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আজ ঝিনাইগাতীতে ছোট খাটো অটোরিক্সা ও সিএনজি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশ সরকারী আদেশ অমান্য করায় বেশ কয়েকটি অটো রিক্সা ও সিএনজি আটক করেছে। আটককৃত সিএনজি ও অটো চালকদেরকে সচেতনতা মূলক পরামর্শ প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে। Related posts:ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত ১৬ জন সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনাসুন্দর সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে হবে : মতিয়া চৌধুরীঝিনাইগাতীতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম Post Views: ২৯৮ SHARES ঝিনাইগাতী বিষয়: