শেরপুরে যুবলীগ নেতার মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতিতে ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলোর মাধ্যমে ৯নং ওয়ার্ডের দিঘারপাড় মহল্লার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা।
১৩ এপ্রিল সোমবার রাতে শহরের গোপালবাড়ীস্থ জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রদান কার্যালয়ে ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পৌর ট্রাক টার্মিনাল শিব মন্দিরের সদস্য শ্রী দেবু সাহার ওই খাদ্য সামগ্রী মাস্ক তুলে দেন শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা।

এ ব্যাপারে শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা বলেন, করোনা ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতিতে সাধ্যমত শেরপুর পৌর এলাকার খেটে খাওয়া দিনমুজুর ও কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ দুযোর্গ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত পৌরবাসীর পাশে আছি ইনশাআল্লাহ। ওইসময় তিনি পৌরবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং প্রয়োজন ছাড়া বাহিরে না আসার অনুরোধ জানান। পাশাপাশি সবাইকে নিজ ঘরে অবস্থান করে নিজেকে, পরিবারকে ও দেশকে সুস্থ্য রাখার অনুরোধ করেন।
ওইসময় শেরপুর শহর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মালেক, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান ও আবুল বাশার বিপুল উপস্থিত ছিলেন।