ঝিনাইগাতীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে সরকারের বিশেষ বরাদ্দের চাল করোনায় বিপাকে পড়া অতি দরিদ্র কর্মহীন অসহায় ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করেছেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। ১৯ এপ্রিল রবিবার দুপুরে বাড়ী বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ওই ইউনিয়নের ইউপি সদস্যগণ। ওই সময় চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, কেউ অপ্রয়োজনে রাস্তায় বের হবেন না। সরকারি নির্দেশ মেনে চলুন, নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন। তিনি ইউনিয়নবাসীকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। Related posts:ঝিনাইগাতীতে বন বিভাগের ৭ একর জমি উদ্ধারশেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিতঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ২৩৭ SHARES ঝিনাইগাতী বিষয়: