ঝিনাইগাতীর সেই দানবীর নাজিমুদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামের মানবিক ভিক্ষুক নাজিমুদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন করা হয়েছে। ২৭ এপ্রিল সোমবার জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ডেকে এনে তার অফিসে নাজিমুদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা করান। এতে ভিক্ষুক নাজিমুদ্দিনের স্বাস্থ্যগত পরীক্ষা ভালো পাওয়া যায়। পরে এক মাসের প্রয়োজনীয় খাদ্য ও নগদ অর্থসহ অটো রিক্সা যোগে তার বাড়ীতে পৌছে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে চাউল, ডাল, তেল, চিনি, সাবান, কাঁচা বাজারসহ প্রয়োজনীয় সকল চাহিদা সম্পন্ন খাদ্যের জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। ভিক্ষুক নাজিমুদ্দিন টলমল চোখে মহান আল্লাহ তায়ালার নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। Related posts:শেরপুরে ঐতিহ্যবাহী ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণবিজিবি ৯৫তম ব্যাচে শ্রেষ্ঠ ফায়ারার হলেন শেরপুরের বিথীঝিনাইগাতীতে ‘কোচ ভাষা’ বইয়ের উদ্বোধন Post Views: ২২০ SHARES ঝিনাইগাতী বিষয়: