ঝিনাইগাতীতে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ করোনা ভাইরাস মোকাবেলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ পেলেন প্রধানমন্ত্রীর উপহার নগদ ৫ হাজার টাকা। ২২ মে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভূক্ত উপজেলার ৩৭৩ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবগণদের নিকট প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন ইউএনও রুবেল মাহমুদ। এসমসয় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ উপজেলায় মোট ১৮ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।