ঝিনাইগাতীতে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৩শত শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ছামিউল হক ফকিরের ব্যাক্তিগত উদ্যোগে ২৪ মে রবিবার দুপুরে উপজেলার তামাগাঁওস্থ তার নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছামিউল হকের ছেলে মনোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওইসময় ছবের আলী নামে এক ব্যক্তি জানায়, ঈদে নতুন লুঙ্গি পেয়ে বেজায় খুশি হয়েছেন তিনি। আলহাজ্ব ছামিউল হক ফকিরের এ ধরনের কার্যক্রম প্রশংসনীয় দাবী করে মন্তব্য করেছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা।