ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় পৃথক বজ্রপাতে শিশু-কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুল মোতালেব (৫০), রবিন (১৩) ও ইমরান (১৭)। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার আছিম পাটুলী ও কালাদহ ইউনিয়নের তিনটি গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে কৃষক মোতালেব গোসল করার সময় বজ্রপাত ঘটলে তার মৃত্যু হয়। একই ইউনিয়নের রামনগড় গ্রামের মোফাজ্জলের হোসেনের ছেলে রবিন (১৩) বাড়ির পাশে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে সে মারা যায়। এছাড়াও পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশে খোলা মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে আইয়ুব আলীর ছেলে ইমরান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। Related posts:ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাজামালপুরে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১বাঙালি জাতির অবিস্মরণীয় ঘটনা ৭ মার্চ : জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী Post Views: ২৫১ SHARES সারা বাংলা বিষয়: