মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মাদারগঞ্জে বন্যার পানিতে পড়ে সোহান মিয়া (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। রোববার (২৮ জুন) সন্ধ্যায় বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যাদূর্গত এলাকায় বসবাসরত পানিবন্দি বাবুল মিয়ার ছেলে সোহান মিয়া হঠাৎ করে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়নি। কয়েক ঘন্টা পর শিশুটির রাত ৮টার দিকে লাশ ভেসে উঠে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।