ঝিনাইগাতীতে বিদ্যুৎ স্পৃষ্টে গারো আদিবাসীর মৃত্যু

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মনিন ম্রং (৭২), নামে এক গারো আদিবাসীর মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার দুধনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মনিন ম্রং উপজেলার গৌরীপুর ইউনিয়নের দুধনই গ্রামে বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, তার মেয়ের বাড়ীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্টে তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।