আর্জেন্টিনার জয়ে শেরপুরে সমর্থকদের আনন্দ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করেছেন শেরপুরের সমর্থকরা। খেলা শেষ হওয়ার সাথে সাথে আনন্দ-উল্লাসে মেতে উঠেন তারা। এসময় আর্জেন্টিনার পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখর হয় শেরপুরের বিভিন্ন এলাকা। এছাড়াও বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয় খেলা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেখেন আর্জেন্টিনার খেলা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ফলে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচা-মরার। এমন কঠিন সমীকরণে আটকে যাওয়ায় মেক্সিকোর বিপক্ষে জ্বলে উঠেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। নিজে করেন একটি গোল পাশাপাশি সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে করান আরেক গোল। তাতেই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শেষ ষোলোর পথে টিকে রইল কোচ লিওনেল স্কালোনির দল। মেসি ভক্তদের প্রত্যাশা, সামনে আরও ভালো খেলবে প্রিয় দল আর্জেন্টিনা। Related posts:শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতশারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিতশেরপুরে অস্বচ্ছল ক্রীড়াবিদ ও যুব সংগঠনের মাঝে চেক বিতরণ Post Views: ১৯২ SHARES শেরপুর বিষয়: