ঝিনাইগাতীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২ হারুন অর রশিদ দুদু : সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন করেছেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। ৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা শাখা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মোঃ জাকির হোসেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ মোরাদুজ্জামান, মোঃ কামাল হোসেন, সাইফুল ইসলাম, ইব্রাহিম মিয়া, সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৮ দফা দাবী তুলে ধরেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মাকলিপি দেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এর নেতৃবৃন্দগণ। Related posts:শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিরসনে বিক্ষোভ মিছিলশেরপুরে প্রবীণ রাজনীতিক, সাবেক পৌর কাউন্সিলর মোকছেদ তালুকদার আর নেইনালিতাবাড়ীতে ফেনসিডিলের বড় চালানসহ মাদক ব্যবসায়ী আটক Post Views: ১৮২ SHARES শেরপুর বিষয়: