শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিরসনে বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিরসন ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ন্যায্যমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের স্টল উদ্বোধন করা হয়। এ স্টলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ন্যায্যমূল্যে কাঁচাবাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা হচ্ছে। বিক্ষোভ মিছিলে মোরশেদ জিতু, তৌহিদুর রহমান, এ্যাডভোকেট সাব্বির আহমেদ, রবিউল ইসলাম, আয়ন খান, রুহান শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা প্রতিনিধি মাসুম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান, শ্রীবরদী প্রতিনিধি সিয়ামসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:সম্মানজনক পেশায় কর্মসংস্থানের সুযোগ চান শেরপুরের হিজড়ারাশ্রীবরদীর ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের ইন্তেকালঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ Post Views: ১৩৩ SHARES শেরপুর বিষয়: