নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি (কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল হাসপাতাল) এর আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।

১৪ নভেম্বর সোমবার সকালে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পর একই স্থানে এসে শেষ হয়।
পরে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক কাওছার আহম্মেদ শুভ্র প্রমুখ।