শেরপুরে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মজিবর সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৩

শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ও কভর্ডভ্যান চালাক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ৩২৭৭) এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মজিবর রহমানকে তার সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ২৩ জুন শুক্রবার  রাতে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ও কভর্ডভ্যান চালাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফ রেজা ও সাধারণ সম্পাদক মো: হোসেন আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক মো: হোসেন আলী বলেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মজিবর রহমান ২০১৯ সালে সংগঠনের ত্রি-বার্ষিক নিবাচনে স্ব-ইচ্ছায় অংশ গ্রহণ না করে নির্বাচনের পর থেকে সংগঠনের বিরুদ্ধাচরণ চালানো শুরু করেন। শুধু তাই নয়, শেরপুর শহরের গৌরৗপুরস্থ স্থানে অবৈধ ও নিয়ম বর্হিভুত ভাবে অনুমোদন দেওয়া বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন এর শাখা কমিটির সাথে জড়িত হয়ে শেরপুরের মেহনতী মানুষের কষ্টের গড়া সংগঠন শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ও কভর্ডভ্যান চালাক শ্রমিক ইউনিয়ন রেজি: নং- ৩২৭৭ এর শ্রমিকদের সাথে চরম বিরুদ্ধাচারণ ও ভুয়া কাগজপত্র দেখিয়ে অবৈধ ভাবে অনুমোদন পাওয়া রেজি: নং-০২০ এর লোকদের সাথে জড়িত হয়ে সাধারণ শ্রমিকদের ঐতিহ্যবাহী সংগঠনকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিনি (মজিবর রহমান) ২০১৭,২০১৮,২০১৯ সালের সংগঠনের আয় ব্যায়ের হিসাব সাধারণ সভায় না দিয়ে সাধারণ সভার স্থান ত্যাগ করে সংগঠনকে বির্তকিত করার চেষ্টা করে। তার (মজিবর রহমান) এমন কর্মকান্ডে সাধারণ শ্রমিকসহ বর্তমান কার্যনির্বাহী কমিটি বিব্রত। এমতাবস্থায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় মোঃ মজিবর রহমানকে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শনোর জন্য বলা হয়। ওই কারণ দর্শানো নোটিশ জারীর পর থেকে তিনি (মোঃ মজিবর রহমান) অত্র সংগঠন (শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ও কভর্ডভ্যান চালাক শ্রমিক ইউনিয়ন রেজি: নং- ৩২৭৭) এর বিরুদ্ধে সাধারণ সদস্যদের মাঝে আবারও আরো বেপরোয়া ভাবে বিভ্রান্তি মূলক অসাংগঠনিক কথা বার্তা বলে এবং রাজনৈতিক মঞ্চে উঠে মাইকে প্রকাশ্যে জন সম্মুখে ভুয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ২৩ জুন শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মজিবর রহমানকে সংগঠনের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত সংগঠনের যোগপযোগী সিদ্ধান্ত বলেন মনে করেন তিনি।