শ্রীবরদীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, কাজ বন্ধ করল প্রশাসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ সরেজমিনে পরিদর্শন করে স্থাপনা নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ঝুলগাও গ্রামে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ সরেজমিনে যান। এ সময় তিনি নির্মাণকাজ বন্ধ করার নির্দেশনা প্রদান করেন এবং একইসাথে এ অবৈধ কাজে সংশ্লিষ্টদের আগামী কর্মদিবসে উপস্থিত করার জন্য ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, পাহাড় কেটে স্থাপনা নির্মাণ বা দখল করা গুরুতর অপরাধ। দখলবাজদের বিরুদ্ধে আমাদের কার্যকর পদক্ষেপ চলমান থাকবে। Related posts:শেরপুরে এনসিপি’র গণসংযোগ কর্মসূচিনালিতাবাড়ীতে ৬ প্রতিবন্ধী পেল পুনাকের উপহারশেরপুরে টানা ৪র্থ রাতের মতো শীতার্তদের মাঝে আদরজান ফাউন্ডেশনের কম্বল বিতরণ Post Views: ৫১ SHARES শেরপুর বিষয়: