জামালপুরে সহকারী প্রিজাইটিংকে দুই বছরের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪ জামালপুর-২ ইসলামপুর আসনে কুলকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক আটক হওয়া সহকারী প্রিজাইডিং অফিসার আইযুব আলীকে দুই বছরের দিয়েছে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ। রোববার ৭ জানুয়ারি সন্ধ্যায় সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে এঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাত ১ টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,’২৫ হাজার টাকাসহ আটক করেছিল স্থানীয়রা। পরে উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ঘটনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। Related posts:জামালপুরে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেওজামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১নির্বাচনের দিন যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই : জামালপুরের এসপি Post Views: ২১৭ SHARES জামালপুর বিষয়: