নকলায় গণপিটুনির পর এবার সেই আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ শেরপুরের নকলায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে গণপিটুনির শিকার নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে এবার দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, রমজান উপলক্ষ্যে শেরপুরের আল নাসার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেন। এর অংশ হিসেবে রোববার (৩১ মার্চ) নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সংগঠনটি। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউলকে জানালে আয়োজকদের বিনামূল্যের কার্ড জন প্রতি ২০ টাকা আদায় করে তা বিতরণ করেন। এক হাজার ৪০০ গ্রাহকের কাছে ন্যায্যমূল্যের পণ্য বিক্রির কথা থাকলেও ধনাকুশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাত্র পাঁচ শত কার্ড ধারীর কাছে বিক্রির জন্য পণ্য নিয়ে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে বাকিরা ক্ষুব্ধ হয়ে রবিউলকে গণপিটুনি দেয়। নকলা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল সময় সংবাদকে জানান, উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় রবিউল ইসলাম রবিকে অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, আওয়ামী লীগ একটি প্রাচীন ও পরিশুদ্ধ দল। এই দলে কোনো দুর্নীতিবাজের জায়গা নেই। রবিউল ইসলাম আওয়ামী লীগের ঐতিহ্যকে ক্ষুন্ন করেছে। তাই তাকে নিয়ম বহির্ভূতভাবে সাধারণ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেয়া, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত দলের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে। Related posts:শেরপুরে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণসাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশশ্রীবরদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় Post Views: ১৫৯ SHARES শেরপুর বিষয়: