শেরপুরে কলেজছাত্রীকে অপহরণের ২ মাস পর টঙ্গী থেকে উদ্ধার

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে অপহরণের ২ মাস পর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এক কলেজছাত্রীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। ২৭ অক্টোবর রবিবার রাতে টঙ্গী থানার জাজর গ্রামের শাহজাহানের বাড়ি থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। ঝিনাইগাতী থানার এসআই আব্দুর রাজ্জাক টঙ্গী থানা পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। অপহৃতা কলেজছাত্রী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের কৃষক পরিবারের কন্যা ও নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের জালাল মিয়া গত ৬ মাস পূর্বে তার ছেলে সুরুজ আলীর সাথে প্রতিবেশি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। সুরুজ আলী নেশায় আসক্ত ও অশিক্ষিত হওয়ায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগস্ট সকালে জালাল মিয়ার সহযোগিতায় সুরুজ আলী ও অন্যান্য লোকজন কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে ওই কলেজছাত্রীকে। ওই ঘটনায় ২৪ সেপ্টেম্বর সুরুজ মিয়াসহ ৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জালাল মিয়া (৫০) ও আব্দুল হাকিম উরফে হাক্কি (৪৫) নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সোমবার আদালতে উদ্ধারকৃত কলেজছাত্রীর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।