ময়মনসিংহে আলোচিত সৌরভ হত্যা: চাচাসহ গ্রেফতার ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪ ময়মনসিংহে আলোচিত ওমর ফারুক সৌরভ হত্যার ঘটনায় তার চাচা ইলিয়াস উদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের পর মরদেহ গুমের জন্য ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌরভকে হত্যার ঘটনায় তার চাচাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ে বিস্তারিত বলা হবে। সৌরভের পরিবার স্থায়ীভাবে ঢাকার মতিঝিলে বসবাস করে। সৌরভ গুলশানের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম ইউসুফ আলী। জানা যায়, দীর্ঘদিন ওমর ফারুক সৌরভ ও চাচাতো বোন ইসরাত জাহান ইভার প্রেমের সম্পর্ক ছিল। ভালোবেসে বিয়ের বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন। প্রথমে দুই পরিবারের কেউই বিষয়টি মেনে নেয়নি। তবে একপর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও ইভার পরিবার মানেনি। সৌরভকে ডিভোর্স দিতেও চাপ দেওয়া হয়। তবে সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ। উপায় না পেয়ে ইভাকে কানাডা পাঠিয়ে দেয় তার পরিবার। এরপর দুই পরিবারের দ্বন্দ্ব আরও প্রকট হয়। এর জেরেই সৌরভ তার আপন চাচার হাতে খুন হয়েছেন বলে দাবি পরিবারের। উল্লেখ্য, রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। কালো রঙের একটি লাগেজে শরীরসহ দুই পা এবং পলিথিনে খণ্ডিত মাথা মোড়ানো ছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওমর ফারুকের বাবা ইউসুফ আলী বাদী হয়ে রোববার রাতেই ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। Related posts:ঝিনাইগাতীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্দনশেরপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ॥ সভাপতি আরিফ রেজা, সম্পাদক হো...বকশীগঞ্জে ৪০০ বস্তা চোরাই সার উদ্ধার Post Views: ১৭৬ SHARES সারা বাংলা বিষয়: