শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

শেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সাথে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসকের নিজ অফিস কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। ওইসময় শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।