কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট কবি ও লেখক রফিকুল ইসলাম আধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি বিশিষ্ট কবি ও লেখক রফিকুল ইসলাম আধার। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে সংগঠনের নির্বাহী পরিষদের এক সভায় তাকে ওই দায়িত্ব দেয়া হয়। কবি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কবি তালাত মাহমুদের মৃত্যুর পর থেকেই সভাপতির পদটি শূন্য ছিল। রফিকুল ইসলাম আধার কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আশির দশক ছুঁয়ে বেড়ে উঠা কবি রফিকুল ইসলাম আধার প্রেম বিরহ দ্রোহ ও চেতনার কবি হিসেবে পরিচিত। এ সময়েও তিনি নিয়মিত চুটিয়ে লিখছেন। ইতোমধ্যে তার প্রথম কাব্যগ্রন্থ’ নির্যাস’ বের হয়েছে। আগামী বই মেলায় তার ডেটলাইন প্রেমনগর, ছড়ায় ছন্দে রংধনু ও বোধের অসুখ নামে আরও ৩ টি একা কাব্যগ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি একজন দক্ষ ও সফল সংগঠক। সেই সুবাদে তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি/ সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের তৃতীয় দফা সভাপতির দায়িত্ব পালন করেন। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করাসহ মেয়াদোত্তীর্ণ নির্বাহী পরিষদ গঠনের লক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সম্মেলন অনুষ্ঠানে সিদ্ধান্তসহ কবি আরিফ হাসানকে আহবায়ক ও কবি আইয়ুব আলী বিদ্যুৎকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং কবি মোস্তাফিজুল হককে আহবায়ক ও কবি আশরাফ আলী চারুকে সদস্য সচিব করে স্মরণিকা সম্পাদনা কমিটি গঠন করা হয়েছে। সভার শুরুতেই কবি সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত কবি তালাত মাহমুদ ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কবি শাহআলম বাবুল,সদ্য প্রয়াত কবি মার্জেনা চৌধুরী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতাসহ সাম্প্রতিক বন্যায় শেরপুরে নিহতদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া সভায় কবি সংঘের নামে ফেইসবুক পেইজ খোলা, মূল সংগঠনের আগে ডিসেম্বরের মধ্যে শাখা সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করা, সম্মেলন উপলক্ষে স্মরণিকা প্রকাশ, সদস্য নবায়ন, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার নিয়মিত সাহিত্য আড্ডার আয়োজনসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল আলিম তালুকদার, উপদেষ্টা কবি ছড়াকার নুরুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক কবি ছড়াকার আইয়ুব আলী বিদ্যুৎ, কবি হাফিজুর রহমান লাভলু ও কবি ছড়াকার আশরাফ আলী চারু, কবি নাসিম তালুকদার, কবি মঞ্জুরুল ইসলাম, কবি জামাল শেখ, কবি শামসুল হক শামীম, কবি শাহীনুর শিমুল, কবি কামরুজ্জামান বাদল, প্রয়াত কবি তালাত মাহমুদের পুত্র ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম প্রমুখ। Related posts:ঝিনাইগাতীতে শুভ বড়দিন পালিতব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে ছয় গ্রামশেরপুরে সরকারি নির্দেশ না মেনে দোকান খোলা রাখায় ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা Post Views: ১০৩ SHARES শেরপুর বিষয়: