শেরপুরে মুরগী ও ডিমের বাজারে টাস্কফোর্সের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪ বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে শেরপুরে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকালে শহরের তেরাবাজার ও নয়ানী বাজার এলাকায় মুরগী ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন-এর নেতৃত্বে বাজার মনিটরিংকালে ১ জন মুরগী বিক্রেতাকে ৫০০ টাকা এবং ১ জন ডিম বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মুল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্য্যকৃত মূল্যের অধিক দামে পণ্য বিক্রী করার অপাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪০ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, বাজার মনিটরিংকালে ২ ব্যবসায়ীকে জরিমানা কা ছাড়াও অন্যদেরকে এসব বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। Related posts:শেরপুরে সরকারি নির্দেশনা না মানায় ৩ ব্যবসায়ীকে জরিমানাশেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনাশেরপুরের নালিতাবাড়ীতে গৃহকর্মী ধর্ষণ ॥ ধর্ষক গৃহকর্তা গ্রেফতার Post Views: ১০১ SHARES শেরপুর বিষয়: