শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে শ্রীবরদী উত্তরবাজারস্থ আমিনুল মার্কেটে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাফিজুর রহমান। শ্রীবরদী পৌর জামায়াতের আমীর শরীফ মোহাম্মদ বিনা মুসা নওরোজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে তথ্যবহুল বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।
শ্রীবরদী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. তাহেরুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, কার্যপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমীর মো. আজাহারুল ইসলাম মিস্টার, সেক্রেটারি মাওলানা মো. রেজাউল করিম প্রমুখ।
কর্মী সমাবেশে শ্রীবরদী পৌরসভার মাওলানা মো. তাহেরুল ইসলামকে আমীর ও মুফতী মো. মোশারফ হোসেনকে সেক্রেটারি করে ১০ সদস্য বিশিষ্ট পৌর কমিটিসহ ৯ টি ওয়ার্ডে আংশিক কমিটি প্রকাশ করা হয়। সমাবেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ প্রায় হাজারখানেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।