স্থগিতের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ তিন মাসের মাথায় শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিতের পর এবার বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২২ জানুয়ারি) সন্ধায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, গত বছরের ৩ নভেম্বর দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে উক্ত আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। অতি শিগগিরই শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। জানা যায়, ২০২৪ সালের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে চলতি বছরের ২ জানুয়ারি প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। তারপর আজ ২২ জানুয়ারি শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। Related posts:করোনা প্রতিরোধে শেরপুরে এবার ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচিব্রহ্মপুত্র নদের ভাঙনে হুমকির মুখে ছয় গ্রামশেরপুরের নালিতাবাড়ীতে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে কৃষক প্রশিক্ষণ Post Views: ৯৫ SHARES শেরপুর বিষয়: