শ্রীবরদীতে ২৪ বোতল ভারতীয় মদসহ কারবারিকে গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ মার্চ সোমবার রাত ২টায় উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে শ্রীবরদী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ মোঃ হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি হাফিজুর রহমান উপজেলার বগুলাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জঙ্গলপাড়া গ্রামে সোমবার গভীর রাতে অভিযান চালায়। এসময় আমদানী নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদসহ মোঃ হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ হাফিজুর রহমানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। Related posts:সোহাগপুরে বধ্যভূমি ও শহীদদের গণকবর সংরক্ষণের কাজ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরুঝিনাইগাতীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধারশ্রীবরদীতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ Post Views: ৫৭ SHARES শেরপুর বিষয়: