নালিতাবাড়ীতে ৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদসহ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ১৩ মে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ উদ্ধার করার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা দিয়ে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রীকালিন টহল টিম অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পিকআপ ভঢানটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে গাড়িটি খরের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপটি তল্লাশিকরে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের ভেতরে রাখা ২টি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তা জব্দ করে। একইসাথে ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।