নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ভারতীয় গরুসহ ৪ কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৪ ভারতীয় গরুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া নামক এলাকা থেকে গরুসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার নাকুগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আফসর আলী (৪০), ডালুকোনা গ্রামের আমজাদ আলীর পুত্র মোশাররফ হোসেন (২৬), একই গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র আসাদ মিয়া (৪৫) ও হাতিপাগার গ্রামের দারোগ আলীর পুত্র ভটভটি চালক জয়নাল আবেদীন (৪৫)।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা চারটি গরু ভটভটি/নসিমনযোগে পাচার করছিল কারবারি। এমন গোপন সংবাদের ভিত্তিতে গরু পরিবহনের সময় নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও টু নালিতাবাড়ী মহাসড়কের আন্ধারুপাড়া এলাকায় জনৈক শাহিন মিয়ার ব্যবসায়িক অফিসের সামনে এলে পুলিশ ওই ভটভটি থামিয়ে যাচাই নিশ্চিত হন যে এই গরুগুলো ভারত থেকে এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে। পরে গরুসহ ভটভটিকে জব্দ করে পাচারে জড়িত ওই চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জব্দ চারটি গরুর বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২৭ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এই ভারতীয় গরু চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে আসামিদেরকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ওই চার ভারতীয় গরু থানা পুলিশের হেফাজতে রয়েছে।