নালিতাবাড়ীতে বিড়ি কারখানায় অভিযানে ১০ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার কাওয়াকুড়ি এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ওই জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর সূত্রে জানা যায়, রুমি বিড়ি ফ্যাক্টরি পরিবেশগত ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন যাবত বিড়ি উৎপাদন করে আসছিলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। Related posts:বারোমারী মিশন পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমতীব্র সমালোচনার মুখে এনসিপির নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি স্থগিতশেরপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় ৬ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার Post Views: ৯২ SHARES শেরপুর বিষয়: