শ্রীবরদীতে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৫ রানা, শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ শে মে বুধবার রাতে পৌর শহরের উত্তর বাজারস্থ সুইপার কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রীবরদী সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুনতাসির মহিউদ্দিন শান্ত। আটকৃতরা হলো সুইপার কলোনির মৃত ফাকুয়া হরিজনের পুত্র শ্রী উজ্জ্বল হরিজন (৩৫) ও শ্রী দিলীপ হরিজন (৩২) এবং পূর্ব ছনকান্দা গ্রামের আলাল উদ্দিনের ছেলে পাভেল ( ৩০)। এসময় সুইপার কলোনির বাসিন্দা শ্রী উজ্জ্বল হরিজন ও শ্রী দিলীপ হরিজনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২ শত গ্রাম গাঁজা ও সেবনের কাজে ব্যবহৃত কল্কি উদ্ধার করা হয়। আটক করা হয় ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে। পরে রাতেই শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাহিদুল হক ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম ও ১ শত টাকা জরিমানা প্রদান করেন। রাত ১১ টায় কারাদণ্ডপ্রাপ্ত ৩ মাদক ব্যবসায়ীকে শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে সুইপার কলোনি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেদারছে মাদক ব্যবসা করে আসছিল স্থানীয় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদক অভিযান কে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। Related posts:ঝিনাইগাতীতে ৪টি অবৈধ স’মিলের যন্ত্রাংশ জব্দশেরপুরে দুর্গোৎসব উপলক্ষে র্যাব-১৪ কমান্ডারের বিভিন্ন মন্ডপ পরিদর্শনশেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও শিশুখাদ্য বিতরণ Post Views: ১৪১ SHARES শেরপুর বিষয়: