বন্য হাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি রুবেল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত আজিজুর রহমান আকাশ ও এফিলিস হাগিদকের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ২১ মে বুধবার দুপুরে উপজেলার গান্ধিগাঁও ও বড় গজনী গ্রামে তাদের বাড়িতে গিয়ে এ দুই পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল ২০ মে মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকার গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে কৃষক আজিজুর রহমান আকাশ ও অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান। Related posts:শেরপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুকরোনায় ঝিনাইগাতীর মধ্যবিত্ত পরিবারগুলো রয়েছে নিরব কষ্টেনকলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন Post Views: ৪৫ SHARES শেরপুর বিষয়: