সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫ চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৩২) নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর এবং একজন দর্শনার্থী গুলিবিদ্ধ হন। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একাধিক সূত্র জানায়, কারাগারে আটক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারী ও তার স্ত্রী তামান্না শারমিনকে নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে প্রায়ই ভিডিও দিতেন আকবর। পাশাপাশি সাজ্জাদের স্ত্রী তামান্নাও আকবরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নানা ভিডিও দিতেন। আকবরের স্বজনদের দাবি, এ ঘটনায় কারাগারে বন্দী ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারীরা জড়িত। Related posts:ময়মনসিংহে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরাছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে শেরপুরে প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যুমধ্যরাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, শেরপুরের একই পরিবারের ৪জনসহ নিহত ৮ Post Views: ৪২ SHARES সারা বাংলা বিষয়: